ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ৭৮৬ জন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ৭৮৬ জন

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশফেরত ১৯১ জনকে হোম কোয়ারেন্টাইনের নেওয়া হয়েছে। এই নিয়ে বুধবার ২৫ (মার্চ) দুপুর পর্যন্ত টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা দাঁড়ালো ৭৮৬ জনে।

এদিকে, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ১২৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়ে এসেছেন। এই নিয়ে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হওয়া প্রবাসীর সংখ্যা দাঁড়ালো ৩৪৭ জনে।

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের কঠোর পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে বেশিরভাগই সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব ও ইতালিফেরত প্রবাসী।

এই ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘বুধবার দুপুর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৩৩ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। এরমধ্যে নির্দিষ্ট ১৪ দিন সময় পার হওয়ায় এই পর্যন্ত ৩৪৭ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।’ বাকি ৭৭৮ জন এখনো হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানান তিনি।



/সিফাত/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়