ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হিলি বন্দরে থেমে নেই আমদানি-রপ্তানি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি বন্দরে থেমে নেই আমদানি-রপ্তানি

করোনাভাইরাসের সতর্কতা জারি থাকার পরও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি প্রক্রিয়া থেমে নেই।

বুধবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৫টা থেকে বন্দরে ভারতীয় ট্রাক নতুন করে হিলি স্থলবন্দরে প্রবেশ করা শুরু করে।

ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিঙ্কের সহকারী ব্যবস্থাপক অশিক কুমার শ্যানাল।

তিনি জানান, ভারতের রপ্তানিকারকরা পণ্যবাহী ট্রাকগুলো দিয়েছে, তাই হিলি আমদানিকারকরা সেগুলো নিয়েছে। মূলত আদা,পেঁয়াজ, জিরা, আটা ও খৈলের গাড়ি বন্দরে প্রবেশ করেছে।

হিলি পানামা পোর্ট লিঙ্কের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক রাইজিংবিডিকে জানান, বুধবার বিকেল থেকে বন্দরে ভারতীয় ট্রাক প্রবেশ করেছে। আজ প্রায় ৫৯টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। হিলি চেকপোস্টে এবং বন্দরে প্রবেশের সময় ট্রাকে স্প্রেসহ ড্রাইভার-হেলপারদের পরীক্ষা-নিরাক্ষা করা হয়েছে।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম রাইজিংবিডিকে জানান, স্থলবন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক ছিলো। ভারত থেকে পোর্ট বন্ধের কোন লিখিত কাগজ হিলি বন্দর কর্তৃপক্ষকে দেয়া হয়নি। ভারতের কিছু পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে অবস্থানরত ছিলো, শুধু সেই ট্রাকগুলো বন্দরে নেওয়া হয়েছে।


মোসলেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়