ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইসোলেশনে রোগীর মৃত্যু: চিকিৎসকসহ কোয়ারেন্টাইনে ৪

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসোলেশনে রোগীর মৃত্যু: চিকিৎসকসহ কোয়ারেন্টাইনে ৪

ফাইল ফটো

খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তিনি পেশায় দিনমজুর।দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা। বুধবার সকালে শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে হাসপাতালে এলে লক্ষণ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় নিহত ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানান ডা. পূর্ণজীবন চাকমা।

এদিকে ওই ব্যক্তির চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকসহ, দুই নার্স ও এক আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মরদেহ করোনাভাইরাস আক্রান্তের মতো যথাযথ নিয়ম অনুসরণ করে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের তত্ত্ববধানে নিহতের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে জানান ডা. ডা. পূর্ণজীবন চাকমা।


এস বাসু দাশ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়