ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা: অসহায়দের পাশে হাকিমপুর ফাউন্ডেশন

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: অসহায়দের পাশে হাকিমপুর ফাউন্ডেশন

করোনাভাইরাস প্রাদুর্ভাবে দিনাজপুরের হিলিতে অসহায়দের পাশে দাঁড়িয়েছে হাকিমপুর ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সকাল ১০টায় হিলির সিপি মোড়ে ফাউন্ডেশনের সভাপতি সোহাগ সরকার অসহায়দের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেন।

এলাকাবাসীরা জানান, দীর্ঘ দেড় বছর ধরে অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমতো সাহায্য করে আসছে হাকিমপুর ফাউন্ডেশন। করোনাভাইরাসকে প্রতিরোধ করতে মানুষ যখন ঘরবন্দী। তখন অসহায় মানুষদের কিছু চাল ডাল আর আলু নিয়ে তাদের পাশে আছেন তারা। গত দুইদিন ধরে এই কাজ করছেন ফাউন্ডেশনের যুবকরা।

সাহায্য পাওয়া দিনমজুর রফিক সরকার বলেন, ‘হামরা দিন আনে দিন খাই। হামার একদিন কামকাজ না থাকলে মুকোত ভাত ওঠে না। এই ছোলগুলা চাল-ডাল দিচে। কোনো মতে আজকার দিনটা চলবে।’ 

ফাউন্ডেশনের সভাপতি সোহাগ সরকার রাইজিংবিডিকে বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে এলাকার দুঃস্থ মানুষরা মানবেতর জীবন-যাপন করছেন। তাদের কাজ নেই। এমন অবস্থায় আমরা হাকিমপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। সাধ্যমতো তাদের সহযোগিতা করা হচ্ছে। এই ফাউন্ডেশনে ৪০ সদস্য রয়েছি। সবাই মিলে এক সাথে কাজ করছি। এখানে, প্রতিজনকে দেড় কেজি চাল, আড়াইশ গ্রাম ডাল আর আধা কেজি আলু দেয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ৫০ জন অসহায়দের এই খাবার বিতরণ করছি আমরা।’

 

মোসলেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়