ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার মোটরসাইকেলে আগুন

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে আওয়ামী লীগ নেতার মোটরসাইকেলে আগুন

বাগেরহাটের মোল্লাহাটে ফার্মে ঢুকে এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আওয়ামী লীগ নেতার নাম এমদাদুল হক (৪৫)। তিনি মোল্লাহাটের আটজুড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (ভান্ডারকোলা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার (২৫ মার্চ) রাতে মোল্লাহাট উপজেলার কামারগ্রামে মৌলি ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। এমদাদুল হক এই ডেইরি ফার্মেরও মালিক।

ফার্মের ম্যানেজার পলাশ আহমেদ বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে ফার্মের বাউন্ডারির মধ্যে লোকের উপস্থিতি টের পাই। মালিককে ফোন করি এবং যে পাশে শব্দ হচ্ছিল আমরা ওই পাশে দৌড়ে যাই। এর মধ্যে ফার্মের মালিক এমদাদুল হক চলে আসেন। গেটের সামনে মটর সাইকেল রেখে ভিতরে প্রবেশ করেন। কিছুক্ষন পরেই দেখি গেটের সামনে আগুন জ্বলছে। আমরা দৌড়ে যেয়ে দেখি মটরসাইকেলটি পুড়ছে। ফার্মের মধ্যে আমাদের থাকার ঘরেরও ভেন্টিলেটর ভেঙ্গেছে দুর্বৃত্তরা।'

প্রতিবেশি আমির আলী, ফয়সাল শেখসহ কয়েকজন জানান, রাতে ডাকচিৎকার শুনে তারা এসে দেখেন মোটরসাইকেলে আগুন জ্বলছে। ফার্মের কর্মীরা নেভানোর চেষ্টা করছে।

এমদাদুল হক বলেন, ‘ফার্মের ম্যানেজারের ফোন পেয়ে আমি দুইজন লোক নিয়ে ফার্মে আসি। গেটের সামনে মোটরসাইকেল রেখে ফার্মের ভেতরে প্রবেশ করি। কোথাও কোন লোক লুকিয়ে আছে কিনা তা খুঁজতে থাকি। কিছুক্ষন পরে গেটের বাইরে আগুন জ্বলতে দেখি। সবাই দৌড়ে এসে দেখি গেটের সামনে আমার এ্যাপাচি আরটিআর মটরসাইকেলটি পুড়ছে। ফার্মের মটর ছেড়ে পানি দিয়ে  অনেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু ততক্ষনে মটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়। সংঘবদ্ধ একটি গ্রুপ হয়ত আমাকে হত্যার উদ্দেশ্যে ফার্মে প্রবেশ করেছিল। টার্গেট মিস হওয়ায়, আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, ‘একটি অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। ফার্মের মালিক অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে।'

 

টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়