ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে ৮১৩

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে ৮১৩

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১১৫ জনসহ মোট ৮১৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন এবং মোট ৮৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।

এনিয়ে জেলায় মোট ১৬৯ জন হোম কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

জেলা সিভিল সার্জন কার্যালয় ‍সূত্রে জানা যায়, জেলায় এই সময়ে নতুন করে মোট ১১৫ জন হোম কোয়ারেন্টাইনে এসেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৯ জন, সুবর্ণচরে ৩ জন, হাতিয়ায় একজন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়িতে ৬ জন, চাটখিলে ১৩ জন, সেনবাগে ১৫ জন ও কবিরহাটে ৮ জনকে হোম কোয়েরেন্টাইনে নেওয়া হয়েছে।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। হাসপাতালে করোনা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


সুজন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়