ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চীন থেকে ১০ হাজার কিট এনেছেন গাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীন থেকে ১০ হাজার কিট এনেছেন গাসিক মেয়র

চীন থেকে করোনাভাইরাস সনাক্তে ১০ হাজার কিট ও সুরক্ষার প্রস্তুতি হিসেবে ১০ লাখ মাস্ক ও ৮ হাজার সুরক্ষা পোশাক (পিপিই) এনেছেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হযরত শাহ জালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে সেগুলো। আরও ২০ হাজার কিট আসবে শিগগিরই।

মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘ভয়ংকর করোনাভাইরাস থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখার জন্যই এ উদ্যোগ নিয়েছি। বৃহস্পতিবার দুপুরে চীন থেকে কিট, মাস্ক ও পিপিই এসে পৌঁছেছে। রাতেই নগরীতে পৌঁছাবে। নগরীর সব হাসপাতালে এসব কিট, মাস্ক ও পিপিই সরবরাহ করা হবে। স্বেচ্ছাসেবীরাও পাবেন। পুরো জেলায় মাস্ক ও করোনা প্রতিরোধী উপকরণ বিতরণের পরিকল্পনা আছে।’


হাসমত আলী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়