ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে এক‌যো‌গে আজান 

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে এক‌যো‌গে আজান 

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা; হঠাৎ চা‌রিদিক থেকে আজা‌নের ধ্বনি ভেসে আসে। চার‌দিকে এক‌যো‌গে আজান হ‌চ্ছে।

ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, সি‌লেটসহ দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে ক‌রোনাভাইরা‌স মহামারি থে‌কে দেশবাসী এবং বিশ্ববাসীকে হেফাজ‌তের উদ্দেশে আহ‌লে সুন্নাত ওয়াল জামা‌তের আহ্বানে আজানের এই কর্মসূচি পালন করা হয়।

দুই দিন আগে সংগঠনটির চেয়ারম্যান আল্লামা মুফ‌তি ওবায়দুল হক নঈমী এক‌যো‌গে আজান দেওয়ার কর্মসূচি ঘোষণা ক‌রেন। 

রাজধানী বাসা‌বো এলাকায় নিজ বাসার সাম‌নে ছে‌লে‌কে স‌ঙ্গে নি‌য়ে আজান দেন বাংলা‌দেশ ইসলামী ফ্রন্টের ঢাকা মহানগরীর সাংগঠ‌নিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল হা‌কিম।

তি‌নি ব‌লেন, আহ‌লে সুন্না‌তের আহ্বা‌নে ছে‌লে‌কে নি‌য়ে আম আজান দি‌য়েছেন;  যা‌তে দেশবাসী‌কে আল্লাহ পাক এই মহামারি থে‌কে রক্ষা ক‌রেন। সারা ‌দে‌শে এই কর্মসূচি পা‌লিত হয়। 

 

ঢাকা/নঈমুদ্দীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়