ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গণজমায়েত করায় ইউপি সদস্যকে জরিমানা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণজমায়েত করায় ইউপি সদস্যকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে নিজ অফিসে গণজমায়েত করায় বরগুনার সদর উপজেলায় এক ইউপি সদস্যকে হাতেনাতে আটক করে নৌবাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার পোটকাখালী বাজার থেকে ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল মিল্টনকে আটক করা হয়।

তিনি উপজেলার ঢলুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়া রাস্তায় অহেতুক ঘোরাফেরা এবং মাস্ক ব্যবহার না করায় একাধিক ব্যক্তিকে কান ধরিয়ে ওঠবস করায় নৌবাহিনীর সদস্যরা।

সন্ধ্যা ৭টার পর অহেতুক ঘোরাফেরা প্রতিহত করতে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, আরিফ উল্লাহ নিজামী এবং মো. মেহেদী হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনার সার্কিট হাউজ মাঠ, সদর রোড, পোটকাখালী, বড়ইতলা ফেরিঘাট, কেজি স্কুল, বটতলা ও নাথপট্টি লেক এবং ক্রোক স্লুইজ এলাকায় অভিযান চালান তারা। এ সময় রাস্তায় অহেতুক ঘোরাফেরা এবং মাস্ক ব্যবহার না করায় চার ব্যক্তিকে কান ধরিয়ে উঠবস করিয়ে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধ ও সাধারণ মানুষকে সচেতন করতে এ ধরনের অভিযান চলমান রয়েছে।


রুদ্র রুহান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়