ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঝালকাঠিতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পণ্য কিনছেন ক্রেতা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পণ্য কিনছেন ক্রেতা

ঝালকাঠিতে করোনাভাইরাস প্রতিরোধে দোকানের সামনে তিন ফুট দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত করে মালামাল বিক্রি করছেন দোকানদাররা ।

শুক্রবার (২৭ মার্চ) থেকে সব ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকানগুলোর সামনে গোল বৃত্ত করে দেওয়া হয়। সেচ্ছাসেবী যুবকরা এ কাজে অংশ নেন।

এখানে প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা ব্যক্তিরা গোল বৃত্তাকার দাগের মধ্যে দাঁড়িয়ে পণ্য কিনছেন । নির্দিষ্ট দূরত্ব বজায় থাকায় সুরক্ষা পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

এছাড়া, শহরের গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলোতে  করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

 

ঝালকাঠি/অলোক সাহা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়