ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুন্সীগঞ্জে কোয়ারেন্টাইনে ৪১৯ জন

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুন্সীগঞ্জে কোয়ারেন্টাইনে ৪১৯ জন

মুন্সীগঞ্জে ৪১৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ছয় উপজেলায় নতুন করে ৪২ জনকে  কোয়ারেন্টাইনে রাখা হয়।

শুক্রবার (২৭ মার্চ) মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘জেলার ছয়টি উপেজলায় মোট ৪১৯ জন হোম কায়ারেন্টাইনে আছেন।’

প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খবর নিচ্ছেন। ৪১৯ জনকে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে জেলার সব উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতনতামূল প্রচারণা চালাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে সব ধরনের মার্কেট ও দোকান।

 

রতন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়