ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

হবিগঞ্জে দরিদ্রদের মাঝে চাল বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে দরিদ্রদের মাঝে চাল বিতরণ

করোনাভাইরাস আতঙ্কে হবিগঞ্জে  জনজীবন প্রায় স্থবির। রোজগার কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। নিম্ন আয়ের অনেক মানুষকে ৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ৩৮ জন দরিদ্র মানুষের হাতে চাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার।

তিনি জানিয়েছেন, জেলা প্রশাসন থেকে ৪ মেট্রিক টন চাল ও নগদ টাকা বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে এগুলো বিতরণ করা হবে।   

বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার ও সার্কিট রোড এলাকায় চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সেখানে থাকা প্রত্যেক রিকশাচালক ও দরিদ্র মানুষের হাতে চাল তুলে দিয়ে তাদেরকে বাড়িতে চলে যেতে বলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

হবিগঞ্জের প্রত্যেক উপজেলায় চাল বিতরণ কার্যক্রম চলছে। এতে নিম্ন আয়ের লোকজনের মাঝে স্বস্তি ফিরেছে।

জেলা প্রশাসকের অনুরোধে নিম্ন আয়ের মানুষদের জন্য এসব চাল বরাদ্দ দিয়েছে জেলা চালকল মালিক সমিতি।


হবিগঞ্জ/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়