ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা শনাক্তে রামেক হাসপাতালে পিসিআর মেশিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা শনাক্তে রামেক হাসপাতালে পিসিআর মেশিন

করোনাভাইরাস শনাক্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয়েছে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মেশিনটি রামেক হাসপাতালের ল্যাবে নেওয়া হয়েছে। শিগগির এ মেশিনের সাহায্যে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা শুরু হবে।

রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা শনাক্তে পিসিআর ছাড়াও চিকিৎসাসেবা সংশ্লিষ্টদের জন্য ১ হাজার ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) এসেছে। এছাড়াও ১ হাজার পিস মাস্ক, ১ হাজার হ্যান্ড গ্লাভস এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার পাঠানো হয়েছে।

ফজলে হোসেন বাদশা বলেন, অল্প সময়ের মধ্যেই গণপূর্ত বিভাগ পিসিআর মেশিনটি স্থাপন করবে। মেশিন স্থাপন ও তা পরিচালনার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ আসবেন। মেশিন স্থাপনের পর সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেবেন।

রামেব হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম ফেরদৌস বলেছেন, এতদিন আমরা পিসিআর মেশিনের জন্য অপেক্ষা করছিলাম। এটি না থাকায় করোনা শনাক্তের কাজে হাত দিতে পারিনি। এখন রামেক হাসপাতালে পরীক্ষা করে এক দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। এখন পর্যন্ত রাজশাহীতে করোনা রোগী শনাক্ত হয়নি।


রাজশাহী/তানজিমুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়