ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোয়ারেন্টাইনে থাকা ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোয়ারেন্টাইনে থাকা ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু

গোপালঞ্জের কাশিয়ানীতে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ওই নারী মারা যান। তার বাড়ি কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নে। সম্প্রতি তিনি ভারতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। গত ১০ মার্চ বাড়ি ফিরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

স্থানীয় সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রণব সরকার জানিয়েছেন, ওই নারী ক্যান্সার আক্রান্ত ছিলেন। ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা তার অবস্থা ভালো না বলে জানিয়ে দিয়েছিলেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তার পরিবারের লোকজেনর সঙ্গে কথা বলেছি। তিনি সম্প্রতি ভারত থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তিনি মারা যাওয়ায় বাড়িটি লকডাউন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদকে জানানো হয়েছে। তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন।’

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘খবরটি শুনেছি। এ বিষয়ে আইইডিসিআর এর সাথে কথা বলব। সেখান থেকে বললে নমুনা সংগ্রহ করা হবে।’

এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, ‘ওই নারী ভারত থেকে দেশে এসেছেন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার পরিবারের লোকজন যেন বাইরে বের হতে না পারে সে বিষয়ে খেয়াল রাখা হবে। তাদের প্রয়োজনীয় জিনিস ও খাদ্যদ্রব্য প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে।’


গোপালগঞ্জ/বাদল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়