ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হোম কোয়ারেন্টাইনে না থাকায় যুবককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোম কোয়ারেন্টাইনে না থাকায় যুবককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুবাই ফেরত এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার পৌরসভার কান্দিপাড়া এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান এই জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত যুবক সদর উপজেলার কান্দিপাড়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জাম জানান, এই যুবক চলতি মাসের ১৭ তারিখ দেশে ফিরেছেন। করোনাভাইরাসের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরকারি নির্দেশ অনুযায়ী দুই যুবককে ১৪ দিন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিলো। কিন্তু এই যুবক হোম কোয়ারেন্টাইনে না থেকে পৌর এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ২৬৯/২৭০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 

রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়