ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেঠকার, যাত্রীবাহী রিকশাভ্যান ও ডিম ভর্তি পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ইমরান শেখ নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের  কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান শেখ কাশিয়ানী উপজেলার পুরুলিয়া গ্রামের নুরু খাঁর ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল এলাকায় পৌঁছালে প্রথমে যাত্রীবাহী একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় ঢাকাগামী ডিম ভর্তি অপর একটি পিকআপ ওই ভ্যানটিকে চাপা দিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ইমরান শেখ নিহত ও  তিন যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। 

 

বাদল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়