ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যমজ শিশু দুটি দাদা-দাদির কাছে বড় হবে

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যমজ শিশু দুটি দাদা-দাদির কাছে বড় হবে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামে বাবা-মা হারানো যমজ শিশু দুটি দাদা-দাদির কাছে বড় হবে।

বাবা-মায়ের মৃত্যুর পর জমজ কন্যাশিশু দুটি অসহায় হয়ে পড়ে। তাদের বয়স দেড় বছর। নাম আরফিন আক্তার ও আফিয়া আক্তার। তারা দাদা-দাদির কাছে আছে।

মামা মোস্তফা মিয়া জানান, শিশু দুটি দাদা-দাদির কাছে থেকে বড় হবে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে অসুস্থ স্ত্রীকে নিয়ে বাসা থেকে বের হন নোমান মিয়া (২৬)। শায়েস্তাগঞ্জে ডাক্তারের কাছে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় চড়ে বসেন। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নোমান মারা যায়। গুরুতর আহত হয় স্ত্রী ইয়াসমিন আক্তার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসমিনের মৃত্যু হয়।

চার ভাইয়ের মধ্যে নোমান মিয়া দ্বিতীয়। নোমানের রোজগারে সংসার চলছিল। ভিটে ছাড়া তেমন সম্পদ নেই।

ছেলে এবং বৌমাকে হারিয়ে শোকে মূহ্যমান আব্দুল মতলিব মিয়া ও জামিনা খাতুন। এতিম নাতনিদের নিয়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না। শিশু দুটি কেঁদে কেঁদে মা ও বাবাকে খুঁজছে।


মামুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়