ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঝালকাঠিতে হাট-বাজারেও শরীরের তাপ পরীক্ষা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে হাট-বাজারেও শরীরের তাপ পরীক্ষা

করোনাভাইরাসের বিস্তার রোধে ঝালকাঠির হাট-বাজারগুলোতে আসা মানুষদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা।

শনিবার (২৮ মার্চ) সকালে শহরের বড় বাজারসহ বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা যায়, লোকজনদের শরীরের তাপমাত্রা পরিমাপ করছেন উপজেলা পরিষদ গঠিত মেডিক্যাল টিমের সদস্যরা। যাদের শরীরের তাপমাত্রা একটু বেশি পাওয়া যাচ্ছে, তাদেরকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদসহ ১০ জন চিকিৎসকের সমন্বয়ে দুটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ দুটি টিম কার্যক্রম চালাবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান এ টিম গঠন করেছেন। তার মালিকানাধীন দুটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক জনসেবায় ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

 

ঝালকাঠি/অলোক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়