ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা নিয়ে ফেসবুকে গুজব, আটক ২

ঠাকুরগাঁও সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে ফেসবুকে গুজব, আটক ২

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।

আটকরা হলেন—শহরের গোয়ালপাড়া এলাকার আবু তালেবের ছেলে নূর আলম (২৭) ও পূর্ব হাজীপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে মাহফুজ (২৭)।

ওসি তানভীরুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন এমনি একটি মিথ্যা খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তারা। অথচ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তি সেখানে ভর্তি হননি। বিষয়টি নজরে আসলে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


হিমেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়