ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রংপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, জেল-জরিমানা

রংপুরের কাউনিয়ায় একজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) বিকেলে ওই তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. উলফৎ আরা বেগম সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার মো. আব্দুর রশিদ রংপুরের পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল্ল্যাহ আল মামুনে ছেলে।

ইউএনও মোছা. উলফৎ আরা বেগম জানান, উপজেলার সাইমোড় জসদা মার্কেটে আব্দুর রশিদ ভুয়া লাইসেন্সের মাধ্যমে জনগণকে প্রতারিত করে আসছিলেন। তিনি দীর্ঘদিন থেকে এভাবে ডাক্তারি করছিলেন। ভুয়া প্রচারণা চালিয়ে লোকজনকে প্রতারণা করে পাইলস ও বিভিন্ন রোগের অপারেশনসহ চিকিৎসা করছিলেন তিনি।

বিষয়টি জানার পর অভিযান চালিয়ে তাকে জরিমানা ও জেল দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চেম্বার সিলগালা ও বেশকিছু ওষুধ জব্দ করা হয়েছে।


রংপুর/নজরুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়