ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

করোনাভাইরাস পরিস্থিতির মধ‌্যেও আধিপত‌্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ‌্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগড় গ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার হোসেনের মধ‌্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে গত কয়েক বছরে সাতটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পূর্বের বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার আগেই উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সেলিম মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আট জনকে আটক করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


মামুন চৌধুরী/সনি/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়