ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বেনাপোলে রাতে টহল ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনাপোলে রাতে টহল ব্যবস্থা জোরদার

করোনা সংক্রমণ ও অবৈধ  অনুপ্রবেশ রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে রাতের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) থেকে বেনাপোল সীমান্ত এলাকায় রাতে চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের অধীনে ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় এ বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজিবি সদস্যদের মাস্ক, হ্যান্ড স‌্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস পরে টহল দিতে দেখা গেছে। সীমান্তে বিজিবির চৌকিগুলোতে রাতে আলোর ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্তের ঝুকিপূর্ণ পয়েন্ট গুলোতে বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, করোনা সংক্রমণ নিয়ে ভারত থেকে যাতে কেউ অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন‌্য সীমান্তবর্তী এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্সে রাখা হয়েছে বলে জানান তিনি।

 

রিটন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়