ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ ২৭২ মেট্রিক টন চাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ ২৭২ মেট্রিক টন চাল

খুলনায় হতদরিদ্র মানুষের জন্য ২৭২ মেট্রিক টন চাল  ও  ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

খুলনা জেলা ও ত্রাণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জোয়ার্দার জানান, জেলার নয় উপজেলার জন্য সরকারিভাবে খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষদের জন্য ২৭২ মেট্রিকটন চাল ও ৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে ৬২ মেট্রিকটন চাল খুলনা মহানগরীর বাসিন্দাদের জন্য ও বাকি চাল জেলার নয় উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ২৫ মার্চ থেকে উপজেলা পর্যায়ে চাল ও টাকা দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ শুরু হয়েছে।

আজিজুল ইসলাম আরো জানান, সরকারিভাবে বরাদ্দ পাওয়া চাল ও টাকা মহানগরীসহ জেলার প্রায় ১৫ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এদিকে, খুলনায় যাত্রীবাহী ও দূর পাল্লার পরিবহন চলাচল বন্ধ থাকলেও জরুরি পণ্য পরিবহন চলাচল করছে।

 

খুলনা/নূরুজ্জামান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়