ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে নতুন ২৯ প্রবাসী

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে নতুন ২৯ প্রবাসী

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৭৯ প্রবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামসউদ্দিন।

তিনি জানান, বিদেশ ফেরত এই ৫৭৯ প্রবাসীকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে  নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে তাদের পারিবারের লোকজনের গতিবিধিও সীমিত করা হয়েছে। আর হোম কোয়ারেন্টাইনে থাকা ৬৫ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, জেলায় গত ১ মার্চ থেকে বিদেশ ফেরত প্রবাসীর সংখ্যা চার হাজার।

 

আল আমিন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়