ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ময়মনসিংহে কোয়ারেন্টাইন থেকে ৬৪১ জন ছাড়পত্র পেয়েছেন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে কোয়ারেন্টাইন থেকে ৬৪১ জন ছাড়পত্র পেয়েছেন

ময়মনসিংহে হোম কোয়ারেন্টাইনে থাকা ১০৭২ জন প্রবাসীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৪১ জন।

রোববার (২৯ মার্চ) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ১৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে একই সময়ে ৪৬ জনসহ মোট ছাড়পত্র নিয়েছে ৬৪১ জন।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এ বি এম মশিউর আলম বলেন, জেলার বিভিন্ন উপজেলায় ১০৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা প্রত্যেকে বিদেশফেরত। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ৪৬ জনসহ মোট ৬৪১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন, তাদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ নেই। অতিরিক্ত সতর্কতার কারণে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখনো পর্যন্ত ময়মনসিংহে কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলেও জানান তিনি।


মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়