ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নলডাঙ্গায় সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারণা

নাটোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নলডাঙ্গায় সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারণা

নাটোরের নলডাঙ্গায় করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম রোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন নাটোরে দায়িত্বপ্রাপ্ত মেজর মো. কামরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২৯ মার্চ) বিকেল ৪টায় নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক ও বাজারে এ প্রচারণা চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ইউএনও সাকিব আল রাব্বি, নলডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাকিবুল ইসলাম সুজন ও সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় তারা প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ ও জরুরি কাজে বের হলে অবশ্যই মুখে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরার অনুরোধ জানান।

এছাড়াও প্রচারণাকালে প্ল্যাকার্ডে লেখা ছিল ‘করোনা নিয়ে ভয় নয়, সচেতনতায় করব জয়, বিদেশ ফেরত এলাম যারা, কোয়ারেন্টাইনে থাকবো তারা। ঘন ঘন ধুয়ে হাত, সুস্থ থাকি দিন-রাত।’


আরিফুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়