ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোগীর ভিড় নেই রাঙামাটি সদর হাসপাতালে

বিজয় ধর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোগীর ভিড় নেই রাঙামাটি সদর হাসপাতালে

করোনাভাইরাসের প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের প্রভাব পড়েছে রাঙামাটি জেনারেল হাসপাতালে। রোগী ভর্তি এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা কমেছে কয়েকগুণ, ভিড় নেই একেবারেই। তবে ডাক্তার ও নার্সরা রয়েছেন সর্বদা সতর্কাবস্থায়।

শনিবার (২৮মার্চ) রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর এসব তথ্য জানান।

তিনি জানান, ‘রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীর উপস্থিতি নেই বললেই চলে। তবে, যারা চিকিৎসা নিতে আসছেন, সবাইকে রোগের ধরন বুঝে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ সময় যেখানে চিকিৎসাসেবা পেত আনুমানিক ১০০ থেকে ১৫০ জন। সেখানে বর্তমান সময়ে চিকিৎসা নিচ্ছে মাত্র ৫০ জন। আউটডোরে বর্তমানে চিকিৎসার জন্য টিকিট নিচ্ছেন ৮০ থেকে ১০০ জন। যা আগে ছিল ৩০০/৪০০জন।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘স্থানীয়দের মাঝে করোনা আতঙ্ক ছাড়াও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে হাসপাতালে রোগীর সংখ্যা কম হতে পারে। ’

করোনা চিকিৎসার প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ‘করোনার চিকিৎসার জন্য নির্ধারিত বেড, প্রাথমিক ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখা হয়েছে। ডাক্তার ও নার্সরাও প্রস্তুত রয়েছেন। তবে, জেলায় এখনো পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর আমরা পাইনি। ’

জানা গেছে করোনাভাইরাসে প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে রাঙামাটির মানুষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সাধারণ শারীরিক অসুস্থতায় মানুষ ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া করোনা আতঙ্কে সামাজিক দুরত্ব বজায় রাখতে মানুষ বাসা-বাড়িতেই অবস্থান করছেন।


রাঙামাটি/বিজয় ধর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়