ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

থানায় ঝুলন্ত লাশ : বিভাগীয় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থানায় ঝুলন্ত লাশ : বিভাগীয় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

বরগুনার আমতলী থানা হাজতে সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে বরগুনা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে ওই কমিটির পরিদর্শনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার তিন সদস্য বিশিষ্ট ওই উচ্চতর তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ সুপার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) (তদন্ত) কক্ষে আসামি সানু হাওলাদারের মৃত্যু ঘটনায় বিভাগীয় পুলিশ কমিশনার-ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার এই তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমতলী থানা পরিদর্শন করে।

পরিদর্শন শেষে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তদন্ত কমিটির প্রধান একেএম এহসান উল্লাহ বলেন, ‘ডিআইজি স্যারের নির্দেশে ঘটনা তদন্তে সরেজমিন পরিদর্শন করেছি। ডিআইজি স্যার কঠোর অবস্থানে আছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


রুহান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়