ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা সন্দেহে ৫ জনকে রংপুর থেকে ঠাকুরগাঁওয়ে স্থানান্তর

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সন্দেহে ৫ জনকে রংপুর থেকে ঠাকুরগাঁওয়ে স্থানান্তর

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থাকা একই পরিবারের ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে।

বর্তমানে তারা ঠাকুরগাঁও সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন।

রোববার (২৯ মার্চ ) রাত সাড়ে ১০ টার দিকে ওই ৫ জন ঠাকুরগাঁওয়ে এসেছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল।

তিনি জানান, গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের নির্দেশে তাদের রংপুর মেডিক্যালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর রোববার সেখানে আইইডিসিআর প্রতিনিধিদল তাদের রক্ত-কফসহ অন্যান্য নমুনা সংগ্রহ করেন।

অপরদিকে ওই পরিবারের ৫ জনকে হাসপাতালে পাঠানোর পর তাদের বাসার আশে-পাশের একশটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।


হিমেল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়