ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লালমনিরহাটে স্বস্তি

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪০, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লালমনিরহাটে স্বস্তি

করোনাভাইরাস নিয়ে সারা দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।লালমনিরহাট জেলাও এর ব্যতিক্রম নয়। তবে কোন আক্রান্ত না থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছে উত্তরের এ জেলাটি।

কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যাও কমছে। অন্যদিকে কোয়ারেন্টাইনে থাকা মানুষদের মধ্যে কারোরই করোনার কোনো লক্ষণও দেখা যায়নি।

জেলার সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ২৯ মার্চ রাত ১১টা পর্যন্ত লালমনিরহাটে কোয়ারেন্টাইনে ছিলেন ১৮৯ জন।এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ৫৩ জন মুক্ত হয়েছেন।এখন পর্যন্ত বাকি যে ১৩৬ জন আছেন, তাদের মধ্যে কোন লক্ষণ দেখা যায়নি।জেলা জুড়ে কোন রোগী শনাক্ত হয়নি।

সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, জেলার ৫টি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫টি করে আইসোলেসন বেড রাখা আছে।সদর হাসপাতালে কোন বেড রাখা হয়নি।তবে সদর উপজেলার রেলওয়ে হাসপাতালে ১৫ এবং নার্সিং কলেজের অতিথি ভবনে ১২টি বেড রেডি আছে।জরুরী পরিস্থিতি মোকাবেলা করতে তার দপ্তর প্রস্তুত রয়েছে।

 

ফারুক আলম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়