ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খুলনায় করোনা শনাক্তে নমুনা সংগ্রহ হবে আজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৫, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় করোনা শনাক্তে নমুনা সংগ্রহ হবে আজ

খুলনায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে করোনা শনাক্তকরণের জন্য নুমনা সংগ্রহ করা হবে।

সোমবার (৩০ মার্চ) খুলনা সিভিল সার্জন অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাব টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন।

এদিকে, খুলনা ডায়াবেটিক হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিট ঘোষণার পর ৩০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এই নিউনিটে মোট ১০০ টি শয্যা প্রস্তুত করা হবে।

অপরদিকে, খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে দুজন ভর্তি রয়েছেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ বলেন, ‘খুলনা জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে ল্যাব টেকনোলজিস্টদের দিয়ে নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য আজ হাসপাতালের ল্যাব টেকনোলিস্টদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নমুনা সংগ্রহের প্রশিক্ষণ দেওয়া হবে।’

ডা. সুজাত আহম্মেদ বলেন, ‘খুলনা ডায়াবেটিক হাসপাতালে করোনা আইসোলেশন চালুর জন্য ইতোমধ্যে ৩০টি বেড বসানো হয়েছে। আরো ৭০টি বেড আনা হচ্ছে। আগামী দু-একদিনের মধ্যে ওই হাসপাতালে করোনা আইসোলেশন চালু হবে। এর মধ্যে করোনা শনাক্তকরণের কিটও খুলনায় এসে যাবে।’

 

খুলনা/নূরুজ্জামান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়