ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাগেরহাটে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 বাগেরহাটে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমণরোধে বাইরে না চলাচলের নির্দেশনায় কর্মহীন হয়েপড়া বাগেরহাটের বেদে সম্প্রদায়ের মধ্যে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বাগেরহাটের সদর উপজেলা প্রশাসন খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী মাজার মোড়ে অবস্থান নেওয়া ৪৭টি পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল, লবণ, পেঁয়াজ এবং হাত ধোঁয়ার সাবান বিতরণ করে।

এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু উপস্থিত ছিলেন।

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সাড়ে ৪ হাজার সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হাইসাওয়া প্রকল্পের পক্ষ থেকে ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি শিরিনা আক্তার এসব উপকরণ বিতরণ করেন।

 

টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়