ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন করে ১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন করে ১ জন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে দেশে নতুন করে আরো একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চারজন। এরমধ্যে একজনের বয়স ৮০ বছর। এর আগে সুস্থ হয়েছিলেন ১৫ জন। এ পর্যন্ত আক্রান্ত ৪৯ জনের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে মধ্যে একজন চিকিৎসক ও নার্স রয়েছেন। চারজনের মধ্যে দুইজন বাড়িতে বসে চিকিৎসা নিয়েছেন।

সোমবার (২৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৩ জনের। এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন আইসুলেশনে আছেন ৬২ জন।’

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে আইইডিসিআর।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়