ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাড়ি বাড়ি যাচ্ছেন কুষ্টিয়ার ডিসি

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৯, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি বাড়ি যাচ্ছেন কুষ্টিয়ার ডিসি

কুষ্টিয়ায় কর্মহীন হয়ে পড়া সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। ছুটে যাচ্ছেন জেলা প্রশাসক আসলাম হোসেন নিজেও।

করোনাভাইরাস সতর্কতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। অসহায় মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে প্রত্যন্ত গ্রামে যাচ্ছেন। সেই সাথে তিনি জীবানুনাশক ও মাস্ক বিতরণ করছেন। সাধারণ মানুষকে নিরাপদ সামাজিক দুরুত্ব সম্পর্কেও বোঝাচ্ছেন।

রোববার (২৯ মার্চ) দিনব্যাপী এবং আজ সোমবার  সকাল থেকেই জেলা প্রশাসককে বিভিন্ন গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ‘জেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমরা সচেতনতা সৃষ্টি করছি। সেই সাথে বাড়িতে অবস্থান করা খেটে খাওয়া মানুষও কষ্টে দিন কাটাচ্ছে। তারা কর্মহীন হয়ে পড়ায় আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও জীবানুনাশক পৌঁছে দিচ্ছি।'

তিনি সরকারি নিদের্শনা মোতাবেক সকলকে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান এবং জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে মাস্ক ও নিরাপদ দূরত্ব বজায় রাখার আহবান জানান।

 

কাঞ্চন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়