ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাগেরহাটে চার হাজার প্রবাসী এলেও করোনা মুক্ত: সিভিল সার্জন

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে চার হাজার প্রবাসী এলেও করোনা মুক্ত: সিভিল সার্জন

চার হাজারের বেশি প্রবাসী এসে কোরেন্টাইনে ছিলেন, তাদের এক হাজার জন ১৪ দিন শেষ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আইসোলেশনে থাকা নারীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও একজনও রোগী না থাকায় বাগেরহাটকে আপাতত করোনা মুক্ত বললেন জেলার সিভিল সার্জন।

বাগেরহাটে ৩৮ দেশ থেকে ফেরা চার হাজার ২২৬ জন প্রবাসী অবস্থান করছেন। এর মধ্যে ১৪০০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এক হাজার ৫১ জনের হোম কোয়ারেন্টাইন সময় শেষ হওয়ায় তারা স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এদিকে করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা নারী সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন। এর আগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না থাকায় তাকেও বাড়িতে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। রোববার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘৩৮টি দেশ থেকে আসা ৪ হাজার ২২৬ জন প্রবাসীর অধিকাংশ ভারত থেকে এসেছেন। এদের মধ্যে ১৪০০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ইমিগ্রেশন পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের বাড়ি বাড়ি খুঁজে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য কাজ করছি। আমরা তালিকা পাওয়ার আগেই প্রায় ১০০০ জন প্রবাসী ১৪ দিন অতিবাহিত করেছেন। তাই তাদের আর হোম কোয়ারেন্টাইন প্রয়োজন নেই। এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে করোনা সন্দেহে যে দুইজন ভর্তি ছিলেন, তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এখন পর্যন্ত বাগেরহাট জেলা কোভিড-১৯ (করোনা ভাইরাস) রোগী মুক্ত। ’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে। বাগেরহাটের চিকিৎসক ও নার্সদের পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) সংকট ছিল। তার সমাধান হয়েছে।’

করোনার বিষয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন থাকার আহ্বান জানান তিনি।


বাগেরহাট/আলী আকবর টুটুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়