ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ৫৫৫

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ৫৫৫

আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এখন প্রবাসীদের দেশে ফেরার পথও বন্ধ। ফলে কমেছে টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সংখ্যা।

তারপরও টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৫২ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। এই নিয়ে সোমবার (৩০ মার্চ) পর্যন্ত জেলায় ৫৫৫ জন হোম হোয়ারেন্টাইনে আছেন।

কোয়ারেন্টাইনে থাকা এসব প্রবাসী ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে টাঙ্গাইলে নিজ বাড়িতে এসেছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, এই পর্যন্ত জেলায় মোট ১৬৪৯ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ১০৯৪ জন কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন।

 

সিফাত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়