ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রামে করোনার ওষুধ বিক্রি: হাতেনাতে ধরা প্রতারক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনার ওষুধ বিক্রি: হাতেনাতে ধরা প্রতারক

চট্টগ্রামের হাটহাজারীতে রীতিমত ফেসবুকে পোস্ট দিয়ে করোনাভাইরাস চিকিৎসার ওষুধ বিক্রি করছিলেন মনসুর আলী নামের এক প্রতারক।

ক্রেতা সেজে ওই প্রতারককে হাতে নাতে ধরেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

ভেষজ ওষুধ নাম দিয়ে মাত্র ১৫০ টাকা দামের এক ফাইল ওষুধ ১২০ দিন খেলে করোনা থেকে মুক্তি মিলবে বলে প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে হাটহাজারী উপজেলার চৌধূরী হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর প্রতারণার কথা স্বীকার করেছে প্রতারক মনসুর আলী। প্রতারণার দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, করোনাভাইরাস নিয়ে যখন সাধারণ মানুষ নানা ধরনের শঙ্কার মধ্যে রয়েছে- এমন সময় করোনা মুক্তির ঘোষণা দিয়ে প্রতারক মনসুর আলী ফেসবুকে বিজ্ঞাপনের মাধ‌্যমে ভেষজ ওষুধ বিক্রি করছিল।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মনসুর আলী ফেসবুকে করোনা রোগের চিকিৎসার জন্য ভেষজ ওষুধের পোস্ট দেন। সেই পোস্টে দেওয়া মোবাইল নাম্বারের সূত্র ধরে ক্রেতা সেজে প্রতারক মনুসুর আলীকে সোমবার আটক করা হয়।

পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয় বলে জানান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।


রেজাউল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়