ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুটি পা নেই দোকানির, খাবারের দায়িত্ব নিলেন ইউএনও

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুটি পা নেই দোকানির, খাবারের দায়িত্ব নিলেন ইউএনও

সোমবার দুপুর একটা, বাজারের দোকানপাট বন্ধ। এর মাঝে মাছ বাজারের প্রবেশ মুখে একটি পানের দোকান খোলা। দোকানদার আব্দুল ওয়াদুদের দুই পা নেই। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাজার পর্যবেক্ষণে এসে তার দোকান খোলা দেখে কারণ জানতে চান। নানা সংকট আর অসহায়ত্বের কথা তুলে ধরেন ওয়াদুদ। সব শুনে তার পুরো পরিবারের আপদকালীন দায়িত্ব নেন ইউএনও।

এমনই ঘটনা ঘটেছে পাবনার বেড়া উপজেলার বাজারে। পান দোকানি আব্দুল ওয়াদুদের পরিবারের দায়িত্ব নেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী। তার এমন মানবিকতায় মুগ্ধ স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে সোমবার দুপুরে বেড়া বাজারে যান উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী। বাজারের বিভিন্ন অনিয়ম খুঁজতে হঠাৎ মাছ বাজারের প্রবেশ মুখে এসে দাঁড়িয়ে পড়েন তিনি। একটি পানের দোকান খোলা দেখে দোকানদারকে সঙ্গে জিজ্ঞেস করেন, সরকারি নিয়ম উপেক্ষা করে আপনি দোকান খুলছেন কেন?’

আব্দুল ওয়াদুদ নির্ভয়ে জবাব দিলেন ‘স্যার আজ কয়েকদিন দোকান বন্ধ রেখে হাতে যা ছিল সব শেষ। মহাজনের কাছে অনুনয় বিনয় করে কিছু পান এনেছি। আগেরই অনেক টাকা পাওনা রয়েছে তার। এগুলো বিক্রি করে তাকে টাকা দিতে হবে। কিছু লাভ হলে তা থেকে কিছু সংসার খরচ বের করে বাড়িতে খাবারের ব্যবস্থা করবো। উপায় না পেয়ে দোকান খুলতে বাধ্য হয়েছি।’

দুই পা বিহীন আব্দুল ওয়াদুদের এই কথায় মর্মাহত হন ইউএনও। তাকে করোনাভাইরাস সম্পর্কে বুঝিয়ে তাৎক্ষনিকভাবে দোকানটি বন্ধ করেন দেন। সেই সঙ্গে ওয়াদুদের পরিবারের আপদকালীন দায়িত্ব নেন এবং আপদকালীন সময়ের যাবতীয় সমস্যা তিনি দেখবেন বলে ঘোষণা দেন। এ সময় বাজারে উপস্থিত উৎসুক মানুষ ইউএনও’র এমন মানবিকতার প্রসংসা করেন।

এতে খুশি আব্দওল ওয়াদুদও। বলেন, ‘একজন ইউএনও যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা খুবই ভাল লাগছে। আশা, করি আমার পরিবারের খাবার নিয়ে আর ভাবতে হবে না।

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘আমাদের ওপর সরকারের নির্দেশনা রয়েছে, যাদের দোকান বন্ধ রয়েছে তাদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য। আর ওই দুই পা বিহীন ওয়াদুদেরও অবস্থা খুবই করুণ। সে কারণে যে কয়েকদিন তার দোকান বন্ধ থাকবে, ততদিন তার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে তাকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ’


পাবনা/শাহীন রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়