ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা সন্দেহে রমেকের ৫ রোগীকে ঠাকুরগাঁওয়ে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সন্দেহে রমেকের ৫ রোগীকে ঠাকুরগাঁওয়ে স্থানান্তর

ফাইল ফটো

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) আইসোলেশন ইউনিটে ভর্তি একই পরিবারের পাঁচ জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

ওই পাঁচ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে জানা যাবে তাদের দেহে করোনা ভাইরাস রয়েছে কি না। এদের মধ‌্যে আড়াই বছরের একটি শিশুও রয়েছে।

রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল ঢাকার আইইডিসিআর-এ যোগাযোগ করে তিন জনসহ আগে থেকে আইসোলেশনে থাকা আরো দুইজনকে রংপুর মেডিকেলে রেফার্ড করেন।

শনিবার রাত ১০টার দিকে তাদের রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার (৩১ মার্চ) নাগাদ পরীক্ষার রিপোর্ট এলে জানা যাবে, তাদের দেহে করোনাভাইরাস রয়েছে কি না।


নজরুল মৃধা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়