ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

দিনাজপুরে করোনা রোধে তৎপর সেনাবাহিনী

মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনাজপুরে করোনা রোধে তৎপর সেনাবাহিনী

করোনাভাইরাস সতর্কতায় দিনাজপুর সদর উপজেলাসহ হাকিমপুর (হিলি), বিরামপুর, ও ঘোড়াঘাট উপজেলায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর একটি টহল টিম দিনাজপুরের বিভিন্ন উপজেলার এলাকায় মাইকিং করে করোনা সম্পর্কে সচেতন করেন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া, কাঁচামাল, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধের ঘোষণা করেন তারা।

এরপরই এলাকার রাস্তঘাটসহ বাজারের দোকানপাট বন্ধ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলায় মেজর মোহম্মদ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে সারা উপজেলায় সেনা সদস্যরা টহল দিয়েছেন।

৬৬ পদাতিক ডিভিশনের ৪ হর্সের অধিনায়ক মেজর মোহম্মদ সানরিয়া চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘আমরা করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুর সদর উপজেলাসহ চারটি উপজেলায় সর্বক্ষণিক টহল অব্যাহত রেখেছি। মাইকিং করে জনসাধারণকে প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ করছি এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আহ্বান জানাচ্ছি। ’


মোসলেম উদ্দিন/হিলি/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়