ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার সুযোগে সড়কের গাছ লোপাট

পিরোজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার সুযোগে সড়কের গাছ লোপাট

করোনা সংক্রমণ এড়াতে সরকারি আদেশ মেনে দেশজুড়ে মানুষ ঘরে বসে আছে। সেই সুযোগে সড়কের সরকারি গাছ কেটে নিয়েছে একটি চোর চক্র।

পিরোজপুরের নাজিরপুরে শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠীতে স্থানীয় একটি চোরাই চক্রের সদস‌্যরা এই কাণ্ড ঘটিয়েছে।

সোমবার (৩০ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে থাকা বড় আকারে ছয়টি মূল্যবান শিশু, পাঁচটি অর্জুন ও একটি রেইট্রি গাছসহ আরো কিছু ছোট গাছ কেটে নিয়েছে চক্রটি।

স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে বুইচাকাঠী থেকে আমতলা খেয়াঘাট পর্যন্ত রাস্তার পাশের বেশ কিছু সরকারি গাছ কেটে নিয়েছে স্থানীয় একটি চক্র। যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

এদিকে, স্থানীয় জেহাদ মোল্লার বাড়ি থেকে কেটে নেওয়া গাছের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগকে জানালেও তারা করোনার জন্য অফিস ছুটির অজুহাত দেখিয়ে কোনো ব্যবস্থা নেননি।

নাজিরপুর উপজেলা বন বিভাগের বন রক্ষক মো. কামাল হোসেন মুঠোফোনে বলেন, ‘করোনার কারণে কোথাও বের হচ্ছি না। তবে করোনাভাইররাস সংক্রমণ শেষ হলে বিষয়টি দেখব।’


কুমার শুভ রায়/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়