ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘুম থেকে ডেকে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুম থেকে ডেকে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী

রাতে ঘুম থেকে ডেকে ডেকে খাদ্যসমাগ্রী দেওয়া হচ্ছে দিনাজপুরের হাকিমপুরে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে বাইরে না চলাচলের নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম এগুলো পৌঁছে দিচ্ছেন।

তারা রাতে অসহায় মানুষগুলোর বাড়ি বাড়ি গিয়ে দরজায় ডাক দিয়ে খাবার তুলে দেন। মাঝ রাতে এভাবে খাবার পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষগুলো।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাত পর্যন্ত হাকিমপুর উপজেলা বোয়ালদাড় ইউনিয়ন বটতলী গুচ্ছ গ্রামের ১২০ পরিবারের মাঝে ১০ কেজি  চাল, ২ কেজি আটা, ১ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি সোয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি  করে চিড়া দেওয়া হয়।

হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন রাইজিংবিডিকে বলেন, ‘হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষগুলো এখন  কষ্টে আছে।  আমরা খেটে খাওয়া এই মানুষগুলোর বাড়ি বাড়ি গিয়ে  খাবার পৌঁছে দিচ্ছি। আপনারা ঘর থেকে বের হবেন না। পর্যাপ্ত খাবার আছে। সবাই খাবার পাবেন।’

 

হিলি/মোসলেম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়