ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

খুলনা বিভাগে কোয়ারেন্টাইনে ১১৩৭৩, ছাড়পত্র পেল ৭৬২ জন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনা বিভাগে কোয়ারেন্টাইনে ১১৩৭৩, ছাড়পত্র পেল ৭৬২ জন

খুলনা বিভাগের ১০ জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগে সর্বমোট ১১ হাজার ৩৭৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সূত্র জানিয়েছেন, বিভাগের মধ্যে নতুন করে খুলনা জেলায় ১৮ জন, বাগেরহাটে ৪৫ জন, সাতক্ষীরায় ১৫২ জন, যশোরে ৮৩ জন, মাগুরায় ৫ জন, নড়াইলে ৪২ জন, চুয়াডাঙ্গায় ১৫ জন ও মেহেরপুরে ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ সময়ের মধ্যে বিভাগে কোয়ারেন্টাইন থেকে ৭৬২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

খুলনা জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, খুলনার উপজেলাগুলোতে সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে দাকোপ উপজেলায় ২ জন, বটিয়াঘাটায় ৪ জন, দিঘলিয়ায় ৩ জন, ডুমুরিয়ায় ৪ জন, পাইকগাছায় ৬ জন, কয়রায়  ১ জন রয়েছে। এ নিয়ে খুলনা জেলায় ১ হাজার ৭৯৬ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো।

 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়