ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গভীর রাতে বেদে পল্লীতে ইউএনও’র খাদ্যদ্রব্য বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গভীর রাতে বেদে পল্লীতে ইউএনও’র খাদ্যদ্রব্য বিতরণ

গভীর রাত, কিন্তু খাদ্যদ্রব্য হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাহফুজুর রহমান। ঘুম থেকে ডেকে বেদেপল্লীর সদস্যদের হাতে খাবার তুলে দিলেন তিনি।

আর খাদ্য সহায়তা পেয়ে খুশি বেদে পল্লীর বাসিন্দারা। তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণরোধে তারা ঘরে অবস্থান করছেন। তাদের কোনো আয়-রোজগার না হওয়ায় খেয়ে, না-খেয়ে দিন যাচ্ছে।

সোমবার (৩০ মার্চ) গভীর রাতে খাদ্যদ্রব্য নিয়ে কোটালীপাড়া উপজেলার তারাশী ও ঘাঘরকান্দা গ্রামের বেদে পল্লীতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। পরে তিনি ১৬টি বেদে পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুর রহমান, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাহফুজুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে প্রথম ধাপে সাড়ে তিনশত অতিদরিদ্র পরিবারে খাদ্যদ্রব্য বিতরণ করবেন। এরই অংশ হিসেবে ১৬টি বেদের পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

 

বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়