ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নাটোরে ওয়ালটনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নাটোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটোরে ওয়ালটনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে নাটোরের কর্মহীন নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন গ্রুপ।

মঙ্গলবার (৩১ মার্চ) নাটোর শহরের কানাইখালি ওয়ালটন প্লাজা ও নাটোর মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজার উদ্যোগে শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে বনপাড়া ওয়ালটন প্লাজার উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বনপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মহিদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা।

নাটোর কানাইখালি ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক রবিউল করিম রাইজিংবিডিকে বলেন, ‘চলমান পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় রয়েছে অসংখ্য দিনমজুর, শ্রমিকসহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষ। এই কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে ওয়ালটন।’

প্রদত্ত সামগ্রীর মধ্যে রয়েছে- পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, এক কেজি আটা, এক কেজি লবণ, একটি সাবান, এক লিটার তেল ও এক কেজি মুড়ি।

ওয়ালটনের পাবনা-নাটোর জোনের এরিয়া ম্যানেজার আক্তার হাবিব খান শুর বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে দরিদ্র মানুষের জন‌্য এই কার্যক্রম চলমান থাকবে।’

খাদ‌্যসামগ্রী বিতরণের সময় নাটোর সদরের ইউএনও মো. জাহাঙ্গীর আলম, নাটোর মাদ্রাসা মোড় ওয়ালটন প্লাজা ম্যানেজার গোলক কুমার ঘোষ, নাটোর কানাইখালি ওয়ালটন প্লাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. তরিকুল ইসলাম, সেলস অফিসার বেলাল হোসেন, সেলস অফিসার ফয়জুল ইসলাম, সেলস অফিসার মো. কামরুল ইসলাম, মো. রকিন আহমেদ, মো. মেরাজুল ও সাবিনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরিফুল ইসলাম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়