ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দিরাইয়ের রাস্তার জ্বরাক্রান্ত অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিরাইয়ের রাস্তার জ্বরাক্রান্ত অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

সুনামগঞ্জের দিরাইয়ে রাস্তার পাশে পড়ে থাকা জ্বরে আক্রান্ত অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিরাই-মদনপুর সড়কের শরীফপুর এলাকায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লোকটিকে রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দিরাই থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

লোকটির গায়ের তাপমাত্রা অনেক বেশি ছিল। তাকে উদ্ধার করার সময় তার হাতে ইনজেকশন পুশ করার ক্যানোলা ও প্রস্রাবের রাস্তায় নল লাগানো ছিল।

পুলিশের ধারণা, লোকটি হয়তো কোনো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হয় তিনি পালিয়ে এসেছেন, অথবা কেউ বা কারা তাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে গেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, ওই ব্যক্তিকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামের ইউপি সদস্য থানায় ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়।

লোকটি কথা বলতে পারছেন না। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি নজরুল।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত চক্রবর্তী বলেন, ‘লোকটি জ্বরে আক্রান্ত। তার হাতে ক্যানোলা ও প্রস্রাবের রাস্তায় নল লাগানো রয়েছে। দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। হয়তো কোথাও চিকিৎসাধীন ছিলেন। তার জ্ঞান ফিরেছে, তবে তিনি কোনো কথা বলতে পারছেন না।’


আল আমিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়