ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৫ হাজার বাড়িতে খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছেন মেয়র

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫ হাজার বাড়িতে খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছেন মেয়র

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৫ হাজার মানুষের বাড়িতে খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম শুরু করেন তিনি।

কয়েক দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন মানুষের তালিকা তৈরি করেন বরগুনা পৌরসভার মেয়র। এরপর তালিকা অনুযায়ী ৫ হাজার প্যাকেট তৈরি করেন ধনাঢ্য এই ব্যবসায়ী। প্রতিটি প্যাকেটে আছে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, জ্বর-কাশির ওষুধ, হ্যান্ড গ্লাভস ও সাবান।

শাহাদাত হোসেন বলেছেন, ‘করোনাভাইরাসের প্রভাবে দিনমজুর ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। তাদের সংগ্রহে থাকা খাদ্য সামগ্রী শেষ হয়ে আসছে। তাই তালিকা তৈরি করে বরগুনা পৌরসভার ৫ হাজার মানুষের বাড়িতে গিয়ে খাদ্যদ্রব্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছি। আগামী তিন দিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করব।’

তিনি আরো বলেন, ‘আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে এসব পরিবারের মাঝে আবারো খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। আশা করছি, আমার এ ছোট্ট উদ্যোগের মাধ্যমে বরগুনা পৌরসভা এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারগুলো চিন্তামুক্ত হবে।’

 

বরগুনা/রুহান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়