ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২২, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকার একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

গাজীপুরের কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন।

পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, সকালে জরুন এলাকার ইসলাম গার্মেন্টসের সেমিপাকা ভবনের আগুন লাগে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি এবং ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লাগে। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে সকাল পৌনে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ওই রুমে থাকা সুতা পুড়ে গেছে এবং মেশিনপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়