ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জ্বরে শিশুর মৃত্যু, ৬ পরিবার কোয়ারেন্টাইনে

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জ্বরে শিশুর মৃত্যু, ৬ পরিবার কোয়ারেন্টাইনে

ঝালকাঠির কাঠাঁলিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে তিন বছর বয়সি শিশু আবির সরদারের মৃত্যু হয়েছে।

এদিকে, এ মৃত্যুর খবর পেয়ে ওই বাড়ির ৬ পরিবারের ৩০ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে কাঠালিয়া উপজেলার আমুয়া সরকারপাড়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) কামরুজ্জামান।

আবির আমুয়া সরকারপাড়ায় শহীদ সরদারের ছেলে।

আরএমও কামরুজ্জামান সোহাগ জানান, শিশুটি গত ২/৩ দিন ধরে জ্বরে ভুগছিলো। মঙ্গলবার ফ্রিজের তরমুজ খাওয়ানোর পর তার ডায়রিয়া দেখা দেয়। এতে সে বাড়িতেই মারা যায়।

খবর পেয়ে ওই বাড়িতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ডাক্তার গিয়ে ৬টি পরিবারের ৩০ জনকে ১৪ দিনের হোম কোয়ারন্টিনে থাকার নির্দেশ দিয়েছে।

 

অলোক/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়