ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাটোরে চিকিৎসকদের পিপিই দিলো ওয়ালটন

নাটোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটোরে চিকিৎসকদের পিপিই দিলো ওয়ালটন

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাপিলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে দেশের ইলেক্ট্রনিক জায়ান্ট কোম্পানি ওয়ালটন।

বুধবার দুপুরে ওয়ালটন গ্রুপের উদ্যোগে ২৩টি পিপিই দেওয়া হয়।

ওয়ালটনের পাবনা-নাটোর জোনের এরিয়া ম্যানেজার আক্তার হাবিব খান বলেন, করোনাভাইরাসের প্রকোপে পুরো বিশ্ব কাঁপছে। এই সংকটকালে চিকিৎসক ও নার্সদের পর্যাপ্ত সুরক্ষার মাধ্যমে রোগীর সেবা দিতে হবে। সেই ভাবনা থেকে চিকিৎসাসেবায় নিয়োজিতদের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন।

এ সময় উপস্থিতি ছিলেন ওয়ালটনের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার রবিউল আলম, ডেপুটি ডিরেক্টর আপেল মাহমুদ, এসিসট্যান্ট ডিরেক্টর সাগর সরকার, নাটোর ওয়ালটন প্লাজার অফিসার বিল্লাল হোসেন, উপজেলা পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম, চাপিলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. ব্রজ গোপাল সরকার প্রমুখ।

 

আরিফুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়